শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে সেনাবাহিনীর বিশেষ অভিযান করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) ৩ টায় উপজেলার রেল স্টেশন এলাকায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জানা যায়, বদরগঞ্জ এলাকার বাবুল ভৌমিক(৫৬) ও দুলালী বেগম(৫৫) বিগত ৮/১০ বছর ধরে উপজেলার রেল স্টেশন এলাকায় মদ উৎপাদন ও বিপণন করে আসছে। ফলে ধ্বংসের মুখে পড়েছে এলাকার যুবক সমাজ। যুব সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ এর আবেদন করেন। এরই প্রেক্ষিতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডর ৩৪ ইবির দায়িত্বপুর্ণ এলাকা তারাগঞ্জ ক্যাম্প হতে লে. নাজমুল হোসেন মানিক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী বাবুল ভৌমিক(৫৬), পিতা- মৃত. কালিপদ ভৌমিক এবং তার সহযোগী দুলালী বেগম(৫৫), স্বামী. মোশাররফ হোসেন। আটককালে তাদের বাড়ি থেকে ৩১ বোতল বিদেশী মদ ও ১০ লিটার খোলা মদ এবং নগদ ৯৭৮৫ টাকা উদ্ধার করা হয়। পরে আটকদ্বয়কে জব্দকৃত মদ ও নগদ টাকা সহ বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।