রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র, মাদ’সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিক্রয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বনানীতে একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ তিন জনকে আটক করেছে র্যাব।
গতকাল বুধবার ২৩শে ডিসেম্বর রাতে বনানীর আমতলী এলাকার জলখাবার রেস্তোরাঁয় অভিযান চালায় র্যাব-১০’র একটি দল।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই রেস্তোরাঁয় প্রাচীন দুর্লভ কষ্টিপাথরের হস্তনির্মিত একটি মূর্তি পাওয়া যায়। উদ্ধার করা কালো রঙের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি। ওই সময়পাচারকারী সন্দেহে গ্রেফতারকৃতরা হলো- মোঃ আলাউদ্দিন (৩৫), মোঃ দ্বীন ইসলাম ও মনা (১৮)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১০’র উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার হোসেন জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানিয়েছে, তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা ওই মূর্তি বিদেশে পাচারের জন্য নিজেদের কাছে রেখেছিল। তারা কষ্টিপাথরের হস্তনির্মিত মূর্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দেশের প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৪শে ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মুকুল হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে আদালতে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের আদেশ দেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।