শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের মাটি ও মানুষের নেতা স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত, জাতীয় বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ৭২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা, অসহায় পথশিশুদের শীতবস্ত্র ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকালে টঙ্গীর ইআরসিপিএইচ (সমাজ কল্যাণ) মাঠে এ আয়োজন করা হয়।
এ সময় গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সন্জিত কুমার মল্লিক বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাহ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোঃ খালিদ মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- যুব ও ক্রীড়ামন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আজমত উল্লাহ খান, সহঃ সভাপতি ও সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী ইলিয়াস আহমেদ, ৫৬নং ওয়ার্ড কাউন্সিল আবুল হোসেন, সেচ্ছাসেবক লীগের সদস্য মামুনুর রশীদ মোল্লা মামুনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীরা।