শনিবার, ১২ Jul ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শহীদ হাসান- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
ভারত থেকে বৈধ পথে আমদানিকৃত পণ্যের আড়ালে
পাচারের সময় ৮৬ বোতল ফেন্সিডিল ও ট্রাক সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
শুক্রবার ৭ই অক্টোবর রাত সাড়ে আটটায় সাতক্ষীরা সদরের ভোমরা ফুলতলা মোড় নামক স্থানে ফেন্সিডিল সহ ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত আসামীর নাম রফিক গাজী(৩৭)।
তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বাসিন্দা।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কিঃমিঃ অভ্যন্তরে ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ ওহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।
বৈধ ভাবে আমদানিকৃত পণ্য বোঝাই একটি ভারতীয় ট্রাকে (ডই-৩৯ অ-৪১৪০) তল্লাশি চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিল সহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অপর ভারতীয় নাগরিক ট্রাকচালক রফিক মন্ডল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আটককৃত ফেন্সিডিলের মূল্য ৩৪,৪০০ টাকা। এছাড়া ভারতীয় ট্রাকটির মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।
আটককৃত ট্রাকসহ ফেন্সিডিল ও ভারতীয় নাগরিককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।