শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন
শাহজাহান ইসলাম লেলিন- শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির কমিটি গঠণ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২০শে আগষ্ট শনিবার উপজেলা পার্টি অফিসের সামনে আলোচনা সভা শেষে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস্ চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।
উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান, কিশোরগঞ্জ ৬নং সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, ৪নং বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপ্টন, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, মাগুড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান মিটু মো রশিদুল ইসলাম রশিদ প্রমুখ।
এসময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস্ চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল বলেন- আগামীতে কি হবে তা সাধারণ মানুষ বলবে, আমরা জনগনের পক্ষে। যে মত দিবে সেই মত অনুযায়ী আমাদের পার্টি কাজ করবে। আমরা আগামী নির্বাচনে জনগণের অধিকার আদায়ে কাজ করবো। আলোচনা সভায় ইউনিয়ন থেকে আগত বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।