বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের আরোগ্য কামনা করেছেন নেতৃবৃন্দ। বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা আজাদের রূপগঞ্জস্থ বাসভবনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস্ চেয়ারম্যান শান্তা ফারজানাসহ অন্যান্য নেতৃবৃন্দ যান এবং তাঁর আরোগ্য কামনা করে দোয়া-প্রার্থনার অনুরোধ জানান।
এসময় মোমিন মেহেদী বলেন, নতুনধারার রাজনীতির অভিভাবক-কৃষকবন্ধু বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের রাজপথে থাকার মত সামর্থ আজ খুবই প্রয়োজন। আমরা তাঁর জন্য দোয়া করছি এবং আগামী দিনগুলোতে কৃষক-শ্রমিক-জনতার কল্যাণময় আগামী গড়ার আন্দোলনে নিরন্তর রাজপথে থাকা প্রত্যাশা করছি।