বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ীর উঠান থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
শনিবার ২৭শে মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলামের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া মাঝাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে আক্কাস আলীর বাড়ী থেকে প্রায় সাড়ে ১৪ ফুট গাছটি উদ্ধার করা হয়।
তবে গাছ উদ্ধার হলেও গাছের মালিক পলাতক থাকায় থাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর ইসলাম বলেন- উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে আক্কাস আলী তার বাড়ীর দরজার সামনে গাজার গাছটি রোপন করেছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা গাছটির উচ্চতা প্রায় সাড়ে ১৪ ফুট।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন- আক্কাস আলীর বাড়ীর উঠান থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। গাছের মালিক সেখানে উপস্থিত না থাকায় তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গাছের মালিকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com