শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিজাম সরকার(৪০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৫ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার চালিভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- আনিস সরকার(১৮), টিটু সরকার(২৮), সুমন(২৫), দেলোয়ার(২৮), ইব্রাহিম(৩০), রমজান(৩৫), শাকিল(২২), খালেদ হাসান(১৯), হানিফ(৪৫) ও ওয়াসিম(৩৫)।
নিহত নিজামের বাড়ি উপজেলার নলচর গ্রামে। তার বাবার নাম মৃতঃ আক্কাস মেম্বার। চালিভাঙা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক তিনি। এ ছাড়া বালুর ব্যবসা রয়েছে তার।
তার স্ত্রী সালমা আক্তার ও ভাই সানাউল্লাহ সরকার জানান, সকালে চালিভাঙায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। খবর শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে যান নিজাম।সেখানে যাওয়ার পর তাকেও টেঁটাবিদ্ধ করে প্রতিপক্ষ।নিজাম ছাড়াও বেশ কয়েকজন আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। তখন চিকিৎসক নিজামকে মৃতঃ ঘোষণা করেন।
মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা সিকদার রতন বলেন, হুমায়ন চেয়ারম্যান গ্রুপ ও জেলা পরিষদ সদস্য কাইয়ুম মিয়ার উপস্থিতিতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
আর সেই সঙ্গে এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জেলা পরিষদ সদস্য কাইয়ুম সরকারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
মেঘনা থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন সরকারের সঙ্গে জেলা পরিষদ সদস্য কাইয়ুম সরকারের এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।এর জের ধরে আজকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।