শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহ আনোয়ার কামারুল মিল্লাত দাখিল মাদ্রাসার কমপ্লেক্সে আজ শুক্রবার সকালে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মুকরম আহমদ, শামসুন্নাহার কনফারেন্স হলে আর রাহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক মাদ্রাসা, এতিমখানা ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শাহ আনোয়ার এর সভাপতিত্বে ও কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর বাংলাদেশ এর চেয়ারম্যান, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মোঃ মুখলিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যাপক ও ট্রাস্টের উপদেষ্টা মোঃ আলতাফুর রহমান।
কোম্পানীগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ আজমান আলীর পরিচানায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর ওলামা উপদেষ্টা, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ছালেহ আহমদ, শাহ আনোয়ার কামারুল মিল্লাত দাখিল মাদরাসার সহ সুপার মোঃ হোসাইন আহমদ,ও মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার এতিমখানার ছাত্র মোঃ রাসেল আহমদ, এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, আর রাহমান এডুকেশন ট্রাস্টের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ জুবায়ের আহমদ, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ শরীফ উদ্দিন তৈমুছ, ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর ট্রাস্টি ও সংশ্লিষ্ট সকলের সার্বিক উন্নতি কামনা করে সভাপতি মহোদয়ের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।