বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলায় গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত একটি জাহাজ থেকে ৪০০০ (চার হাজার) লিটার ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ডের একটি চৌকস দল।
আজ রবিবার ২০শে মার্চ ২০২২ইং তারিখ ভোর ৫টার দিকে বন্দরের পশুর নদীর ওমেরা গ্যাস ফ্যাক্টরির জেটি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই তেল জব্দ পূর্বক ২ জনকে আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো- খুলনার কয়রা উপজেলার আমজাদ সরদারের ছেলে বিল্লাল সরদার ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আব্দুল হান্নানের ছেলে নুর আলম।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- জব্দকৃত তেল ও আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় বিপুল পরিমাণ চোরাই তেল পাচার কালীন উদ্ধার তথা দুই’জন আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার ২০শে মার্চ ২০২২ইং তারিখ কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com