শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহাসড়কে যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য গোবিন্দগঞ্জ উপজেলা থেকে সাদুল্লাপুর উপজেলার ধাপের হাট পযর্ন্ত দীর্ঘ ৩২ কিমি রাস্তা যানজট মুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ।
সেই ধারাবাহিকতায় আজ ৬ই মে বুধবার জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ধাপেরহাট থেকে গোবিন্দগঞ্জ পযর্ন্ত সরেজমিনে সম্পূর্ণ মহাসড়কটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন, জেলা পুলিশের টিআই (প্রশাসন) নুর আলম সিদ্দিকী, পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান মাসুদ ও সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার, গোবিন্দগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত ওসি প্রবীর প্রমূখ।
রমজান মাসে মহাসড়ক যানজট মুক্ত রাখতে- ঈদে মানুষের নিরাপদে চলাচল করতে ও সড়ক দূর্ঘটনার হার কমানোর অংশ হিসেবে এই কার্যক্রম চালু হচ্ছে।
মহামান্য আদালতের নির্দেশনা অমান্য করে মহাসড়কে চলাচলকারী সকল অবৈধ অটোভ্যান, অটোরিক্সা, ব্যাটারী চালিত ইজিবাইক, সিএনজি, শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ও ট্রলি এবং এমপি থ্রী (ট্রাক্টর) এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ হিসেবে এটি বাস্তবায়ন করা হবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com