বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বংশাল ও কোতয়ালী থানা এলাকা হতে ৮টি চোরাই মোবাইল উদ্ধারসহ আট জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃত আসামীদের নাম- মোঃ মিরাজ, মোঃ বাবু, মোঃ রুবেল, মোঃ সোহেল ওরফে জীবন, মোঃ আঃ রাজ্জ্বাক বাবুর্চি, মোঃ মিজান আবদীন, মোঃ কাওছার ও মোঃ আল আমিন হোসেন।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস গণমাধ্যম কর্মীদের জানান, গতকাল শুক্রবার ৩রা জুন ২০২২ইং বিকাল ৫টা ২৫ ঘটিকায় বংশাল ও কোতয়ালী থানার বাবু বাজার ব্রিজ এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধার তথা আসামীদের গ্রেফতার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন- কতিপয় ব্যক্তি বংশাল ও কোতয়ালী থানার বাবু বাজার ব্রিজ এলাকায় চোরাই মোবাইল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদ আসে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মিরাজ, বাবু, রুবেল, সোহেল, রাজ্জ্বাককে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই দিনে তাদের দেওয়া তথ্য মতে, নয়া বাজার এলাকার নবাব ইউসুফ সিটি কর্পোরেশন মার্কেটের সামনে অভিযান চালিয়ে মিজান, কাওছার, আল আমিনকে গ্রেফতার করে হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, নিম্নে উদ্ধারকৃত মোবাইলের মধ্যে যে সকল মোবাইলের আইএমইআই নাম্বার পাওয়া গেছে সেগুলোর মডেলসহ আইএমইআই নাম্বার তুলে ধরা হইলো। এর মধ্যে কোনটি যদি আপনাদের মোবাইল হয় তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ গোয়েন্দা লালবাগ বিভাগে যোগাযোগ করুন। (তদন্তকারী কর্মকর্তা এসআই বিশ্বজিৎ (০১৭৩৬-৩৪২৩৭৩)।
যথাক্রমে, (১) SAMSUNG Galaxy NOTE 10 LITE- IMEI: 347989098787787 (২) Realme 8- IMEI: 861180052395406 (৩) Oppo A16 IMEI: 867300050789672 (৪) Redmi- IMEI: 861312045929749 (৫) SAMSUNG Galaxy Grand IMEI: 354204079868873 (৬) একটি নীল রংয়ের Redmi যা Locked অবস্থায় পাওয়া যায়। (৭) VIVO Y95 IMEI: 865027049704734 (৮) VIVO Y53s IMEI: 868821053522710 #
গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৮টি চোরাই মোবাইল উদ্ধার গ্রেফতার- ৮ আসামীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার ৪ঠা মে ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।