শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বাকলিয়ার বলিরহাটে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার ১৫ই ফেব্রুয়ারি দিবাগত রাতে বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- লাবণী(১০), মহিম(১০), রীনা আক্তার(১৬), মোঃ হৃদয়(১৭), জোছনা আক্তার(১৮), ডলি আক্তার(৩৫), নূরনাহার খাতুন(৫০) ও মামুনা আক্তার(৬০)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার এসআই মোহাম্মদ রিদুয়ান। তিনি বলেন- সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের টিম এসে উদ্ধার কার্যক্রম শেষ করেছে।