বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে মৃত চিতাবাঘের সঙ্গী আরো একটি চিতাবাঘ রয়েছে সন্দেহে কয়েকদিন থেকে সদরের চওড়া ও গোড়গ্রাম ইউনিয়নে অভিযান চালাচ্ছে বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ অধিদপ্তর। আরেকটি চিতাবাঘ থাকার কোনো অস্তিত্ব খুজে না পাওয়ায় সাময়িক ভাবে উদ্ধার অভিযান স্থগিত করেছে কর্তৃপক্ষ। রবিবার ২০শে মার্চ বেলা ৩টায় নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এতথ্য জানান ঢাকা বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস।
সংবাদ সম্মেলনে তিনি বলেন- যেহেতু চিতাবাঘ একা চলাফেরা করে তাই আমরা ওই এলাকা সহ আশেপাশের সব এলাকা থেকে যে সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছি এবং পায়ের ছাপ বিশ্লেষন করে দেখেছি। সংগ্রহকৃত তথ্যাদি বিশ্লেষণ করে আমরা আরেকটি চিতাবাঘ থাকার কোনো তথ্য উপাত্ত পাই নি। তাই আমরা সাময়িকভাবে এই অভিযান স্থগিত করেছি। এলাকাবাসীদের আমরা জানিয়েছি তারা যদি আরেকটি বাঘের অস্তিত্ব বা কোনো চিহ্ন দেখে থাকে তাহলে আমাদের জানালে আমরা আবার উদ্ধার অভিযান শুরু করবো।
সংবাদ সম্মেলনে রংপুর সামাজিক বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, রাজশাহী বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বন্যপ্রানী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সারোয়ার হোসেন খান, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব জর্জ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার চওরাবড়গাছা ইউনিয়নের দলবাড়ি গ্রামের ওলিয়ার রহমানের মুরগির খামারের পিছনে বৈদ্যুতিক তারে জড়িয়ে একটি চিতা বাঘ মারা যায়। এ সময় আরেকটি চিতা বাঘ ওই খামারের পিছনে দেখতে পান বলে খামার মালিকের বাবা খতিব উদ্দিন জানান। আরও একটি জীবিত চিতা বাঘ আছে সন্দেহে বণ্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ অধিদপ্তরের চারটি টিম চিতাবাঘটি উদ্ধারে নামে কিন্তু আরেকটি চিতাবাঘ থাকার কোনো তথ্য উপাত্ত না পাওয়ায় আজ অভিযান স্থগিত করা হয়।