রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ইং উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১শে মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি আর সারোয়ার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বি,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডঃ রেজওয়ানুল কবীর,বিআরডিবি কর্মকর্তা সামজেদুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর প্রমুখ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।