সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন
আলমগীর ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সরকার নির্ধারিত কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদরের বাবুরহাট কাঁচা বাজারে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর-ই-আলম সিদ্দিকী পরিদর্শন করেন।
বাবুরহাট বাজারের বিভিন্ন প্রকার কাঁচাবাজার, ডিম, আলু ও পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করতে মনিটরিং করেন।
এসময় ইউএনও বলেন, নিত্য প্রয়োজনীয় মালামালসহ সব ধরনের কাঁচামালের কেউ অসাধু উপায়ে সিন্ডিকেট করে যেন দাম না বাড়ায় সে জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরি-ই-আলম সিদ্দিকী প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও আড়তদারদের পেঁয়াজ বা অন্য কোনো মালামাল নিয়ে কারসাজি না করতে নির্দেশ প্রদান করে ডিমলা উপজেলার প্রতিটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রয় নিশ্চিতকরণে বাজার মনিটরিং চালু থাকবে বলে জানান।
আলু, দেশি পেঁয়াজ এবং ডিমের মূল্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ করেন তিনি।