শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:২২ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
আজকের এই শোকাবহ দিনে আমরা গভীর শোক প্রকাশ করছি ঢাকার উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায়। একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাবশত ভেঙে পড়ে, যাতে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটে এবং শতাধিক মানুষ গুরুতর আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই ছিলো শিক্ষার্থী।
এই নির্মম ঘটনায় আমরা শোকাহত। প্রতিটি প্রাণের অকাল মৃত্যু আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। আহতদের সুস্থতা কামনায় আমরা সকলের কাছে দোয়া চাই।