শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
মথি ত্রিপুরা- বান্দরবান জেলা প্রতিনিধি.
বান্দরবানের থানচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির নিবেদন করেন। এরপর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বান্দরবান জেলা পরিষদের মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য খামলাই ম্রো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, মেডিকেল অফিসার ডাঃ মেহেনাজ ফাতেমা তুলি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ও উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজান উদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।