শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
লক্ষ্মীপুরে সুপারীর বাগিচায় প্লাস্টিকের ব্যাগে বেওয়ারিশ নবজাতকের লাশ স্বৈরাচার পলায়ন ইতিহাসে সাত’শ বছরের রেকর্ড ভাঙ্গলো শেখ হাসিনা ধুনটে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা পাবনায় পুলিশি হামলার প্রতিবাদ ও এমপিও’র দাবীতে শিক্ষকদের মানববন্ধন রংপুরে এইচপিভি টিকাদান উপলক্ষে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন রাণীশংকৈলে রাতের আঁধারে কবরস্থান থেকে কঙ্কাল চুরি কিশোরগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুনে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ প্রদান কিশোর অপরাধ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সভা ঠাকুরগাঁও জেলাকে স্মার্ট ও আধুনিক করতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় রংপুরে অবৈধভাবে গাছ বিক্রি করে আত্মসাৎ করার অভিযোগ রাজশাহী মহানগরীতে শুটারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে সুপারী পাড়তে বাধা দিলে বাগান মালিকে মারধর বিশ্ব শেফ দিবসে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার রংপুরে বৈষম্য বিরোধী সাংবাদিক নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন রাণীশংকৈলে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কুমিল্লায় র‌্যাব-১১’র অভিযানে গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাণীশংকৈল পুরাতন প্রেসক্লাব এর আহবায়ক কমিটির ক্ষমতা হস্তান্তর কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্ষিতার আত্মহত্যা ইউপি চেয়ারম্যানের চাপে আইনের আশ্রয় ছাড়াই তড়িঘড়ি দাফনের অভিযোগ

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকার গোলনা এলাকায় ধর্ষনের শিকারের এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দিতে ওই মেয়েটির পরিবারকে আইনের আশ্রয়ে বাধা দিয়ে স্থানীয় প্রভাবশালী রাতা-রাতি লাশ দাফন করতে বাধ্য করেও বলে অভিযোগ পাওয়া যায়।

বিলম্বপ্রাপ্ত খবর পেয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, গোলনা ইউনিয়নের কালিগঞ্জ পাবনা পাড়া এলাকার আমিনুর রহমান আমিনের মেয়ে আখি মনি। ওই পরিবারের তিন মেয়ের মধ্যে আখি মনি দ্বিতীয় এবং ওই এলাকার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। চাকরি সূত্রে নিহত মেয়েটির বাবা-মা উভয়েই ঢাকায় থাকে এবং মেয়েটি বাড়ীতে দাদা জুরান আলীর পরিবারে থাকতো।

স্থানীয় সূত্রমতে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ৬ জানুয়ারী রাতে বাড়ী থেকে মেয়েটি নিখোঁজ হয়। মেয়েটির দাদা তাকে অনেক খোজাখুজির পরও সন্ধান পায়নি। ভোটের দিন (৭ জানুয়ারী) ভোরে গোলনা এলাকার মাষ্টার পাড়ার ছাইফোন সংলগ্ন এলাকায় অজ্ঞান অবস্থায় অর্ধ-উলঙ্গভাবে মেয়েটিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী।

সরেজমিনে গেলে মেয়েটিকে প্রথম দেখতে পাওয়া ওই এলাকার আতিয়ার রহমান(৭০) বলেন, ‘ছাইফোনের পাড়ের দোকানটি আমার। রাতে আমি দোকানেই ঘুমাই। ভোটের দিন ভোরে আমার দোকানে পাশে টিউবওয়েল পাড়ে একটা শব্দ হয়। তখন ঘুম থেকে উঠে দোকানের বাইরে বের হয়ে দেখি প্রায় অর্ধ-উলঙ্গ অবস্থায় মেয়েটি অজ্ঞান অবস্থায় টিউবওয়েলের পাড়ে পড়ে আছে। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে মেয়েটির মুখে পানি দিয়ে মেয়েটির পরিচয় জিজ্ঞেস করি এবং এই সময়ে এখানে আসার কারণ জিজ্ঞেস করি।

তখন ওই মেয়ে বলে গতকাল রাত ১১টায় তার বাড়ী থেকে জোর করে এক যুবক তাকে তুলে নিয়ে আসে এবং নির্জন যায়গায় নিয়ে তাকে ধর্ষন ও নির্যাতন করে পালিয়ে যায়।

মেয়েটির কাছে তার পরিচয় ও ঠিকানা নিয়ে তার দাদা জুরান আলীকে খবর দিলে ঘটনাস্থলে এসে অসুস্থ্য অবস্থায় মেয়েটিকে তিনি (দাদা) নিয়ে যায়। এ বিষয়ে মেয়েটির দাদা জুরান আলীর সাথে কথা হলে তিনি বলেন, ‘আখি মনি অসুস্থ্য ছিল। আমি তাকে ওইখান থেকে নিয়ে এসে ওইদিনই তার নানার বাড়ী ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জে পাঠিয়ে দেই। পরে ওইখানে কি হয়েছে আমি আর জানি না।

পরে ভিন্ন একটি সূত্র ধরে বিষয়টি অনুসন্ধানের জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়,‘ভোটের পরের দিন ৮জানুয়ারী দুপুর ২টা ২৭ মিনিটে মেয়েটিকে কিটনাশক পান করেছে বলে ভর্তি করানো হয় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ৯ জানুয়ারী সন্ধ্যায় মেয়েটি মারা গেলে তার মরদেহ হাসপাতাল থেকে তার নানা নিয়ে এসে দাদা জুরান আলীর কাছে দেয়। কিন্তু কিটনাশক পান করে মৃত্যুর বিষয়টি পুলিশ কেস হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর বিষয়টি সংস্লিষ্ট থানায় জানায়নি।’

ঘটনার বিষয়ে মেয়েটির নানার সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে আবারও এই বিষয়ে কথা হয় মেয়েটির দাদা জুরান আলীর সাথে। তিনি বলেন,‘আখি মনির নানা আমাকে বলে আখি মনি হাসপাতালে মারা গেছে। তিনি (নানা) হাসপাতাল থেকে মরদেহ নিয়ে এসে আমাকে দেয়। আমি গোলনা ইউপি চেয়ারম্যান জায়েদ আলীর সাথে পরামর্শ করলে তিনি বলেন পুলিশের ঝামেলায় না জড়িয়ে যত দ্রুত সম্ভব মাটি দিয়ে দাও। আমরাও বাধ্য হয়ে তাই করি।

হাসপাতালে মারা যাওয়ার বিষয় অস্বীকার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামানের বলেন,‘মেয়েটি আমাদের হাসপাতালে মারা যায় নি। আমরা উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়ার জন্য রেফার্ড করেছিলাম।

জানতে চাইলে মেয়েটি বাবা আমিনুর রহমান বলেন,‘ভোটের দুইদিন আগে আমি বাড়ী থেকে ঢাকা যাই। এত কিছু হয়েছে আমি কিছু জানি না। যেদিন মারা গেছে সেদিন আমার বাবা জুরান আলী আমাকে জানায়। আমি সেটি শুনে সাথে সাথে বাড়ীতে চলে আসি। আমার এখন মনমানসিকতা ঠিক নাই। কি করবো না করবো কিছুই ভেবে পাচ্ছি না।’

তবে ঘটনার বিষয়ে বিভিন্ন চেষ্টা করেও ধর্ষনকারী ব্যক্তি যুবককে কেউ চিহিৃত করতে পারেনি। তবে প্রভাবশালীরাই একমাত্র জানে ঘটনার নায়ককে। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান,‘কিছু প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারের যোগসাজসে বিষয়টি আপোষ করানো হয়। ঘটনাটি অত্যন্ত মর্মাহত।’

এ ঘটনায় শোকের মাতম বইছে এলাকায়। দোষী যুবককে দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত শাস্তির দাবি জানান মৃত আখির বড় বোন আমিনা আক্তার। তিনি বলেন, আমরা জানিনা কোন ছেলে এই ঘটনা ঘটিয়েছে। শুধু জানি তাকে প্রভাবশালীরা চেনে। সে নাকী এলাকার ছেলে। আমরা এর বিচার চাই।

তবে এই বিষয়ে গোলনা ইউপি চেয়ারম্যান জায়েদ আলীর সাথে কথা বলতে গেলে তিনি বলেন, বিষয়ে আমি বিন্দুমাত্র কিছুই জানিনা। হয়তো ঘটনাটি বিপক্ষ লোকজন আমার উপর চাপানোর অপচেস্টা করছে।

জানতে চাইলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হলে ডিমলা থানায় ইউডি মামলা হতে পারতো। তবে এ বিষয়ে জলঢাকা থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুনঃ

অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)

বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।

আগ্রহীগণ সিভি পাঠাতে -মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com

©2019 copy right. All rights reserved 71sangbad24.com Desing & Developed By Hostitbd.Com