বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের নিজস্ব তহবিল থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার এলাঙ্গী, নিমগাছী ও জোড়শিমুল গ্ৰামে। উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম দুলাল, আফছার আলী, জয়নাল আবেদীন খান, শাহাদাত হোসেন, ইমরুল কায়ুম সেলিম, মহসীন আলম মুন্ট, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোজাফফর হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, আওয়ামী লীগ নেতা এম.এ.তারেক হেলাল, উত্তম , হান্নান মাষ্টার, আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।