সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় আসন্ন এস,এস,সি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক পরিবেশে গ্ৰহণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান ও কক্ষ পরিদর্শক গণের সাথে মতবিনিময় সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১২ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১১ ঘটিকার সময় ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে।
বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক তফিজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, উপজেলা কৃষি অফিসার আশাদুজ্জামান, সুরুগ্ৰাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আজিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সামা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমার, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক কামরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কক্ষ পরিদর্শকগণ।