বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সমতল ভূমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মান উন্নয়নে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৭০ জন পরিবারের মাঝে বিনামূল্যে প্রতিজনকে ২টি করে ভেড়া বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় প্রাণি সম্পদ অফিস চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সরলা রানী। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদের ডাক্তার, অফিস সহকারী ও উপকার ভোগিগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ।