রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির বগুড় জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খালুর বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন ক্বওমী মাদ্রাসার ছাত্র ফাহিদ (১১) নামের এক শিক্ষার্থী। এই ঘটনাটি ঘটে (১৯ জুন) বুধবার দুপুরে উপজেলার রঘুনাথপুর গ্রামে আব্দুর রাজ্জাকের বাড়িতে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে ঈদের পরের দিন (১৮ জুন ) মঙ্গলবার ফাহিম, মায়ের সাথে খালুর বাড়িতে বেড়াতে আসেন।
ভাগ্যের কী নির্মম পরিহাস (১৯ জুন) বুধবার দুপুরে যমুনা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের খাদে গোসল করতে গিয়ে ফাহিম মৃত বরণ করেন।
ফাহিম সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার শ্রীপুর গ্রামে ফরহাদ হোসেনের ছেলে । ফাহিমের মা তালাক প্রাপ্ত খুশি খাতুন তার বাবার বাড়িতে বসবাস করেন।
খবর পেয়ে ধুনট উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুলতান জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাগ্ৰস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।