বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল জোড়খালী গ্ৰামে শামসুল বারীর বাড়ীতে। গোসাইবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই খোকন, সাবেক সহ-সভাপতি সাবেক শফিকুল ইসলাম শফি, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শামসুল বারী, সাবেক সদস্য আশরাফুল কবীর বিপুল।
আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, জহুরুল ইসলাম, আমিনুল ইসলাম রানা, সাবেক ইউপি সদস্য দুলাল, শাহ আলম, টগু , হায়দার, ফেরদৌসী খাতুন, ফুল বাবুসহ ৬নংওয়ার্ড ও জোড়খালী গ্ৰামবাসী উপস্থিত ছিলেন।