বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের বিলকাজু গ্ৰামের রিপনের বসতবাড়ীর ইটের দেয়াল ভাংচুর করায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাটি ঘটে (০৭ অক্টোবর) সোমবার আনুমাণিক ৫:০০ ঘটিকার সময় বিলকাজুলী গ্ৰামের রিপনের বাড়ীতে।
সরেজমিনে গিয়ে দেখা যায় যে উপজেলার সদর ইউনিয়নের বিলকাজুলী গ্ৰামের আলা উদ্দিনের ছেলে রিপন মিয়ার সাথে একই গ্ৰামের মৃত আকি মুদ্দিন আকন্দের ছেলে হবিবর রহমানগণ পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীর ইটের দেয়াল ভাঙচুর করেন বলে জানা যায়।
ভুক্তভোগী রিপন মিয়া বলেন সোমবার বিকেল অনুমান ০৫ ঘটিকার সময় আমি বাড়িতে না থাকায়। বিবাদী আকিমুদ্দিনগণ আমার বাড়ির ইটের দেয়াল ভাঙচুর করেন। তখন আমার স্ত্রী বিউটি খাতুন বিবাদীগণকে বাধা দিতে গেলে, তাকে মারধর করে ও পড়নের কাপড় ছিড়ে ফেলে এবং আমাদেরকে মারার জন্য হুমকি দেয়।
উক্ত বিষয়টি নিয়ে এলাকাতে গণ্যমান্য ব্যক্তিগণ পূর্বেই সমাধান করে দেয়। কিন্তু বিবাদীগণ গণ্যমান্য ব্যক্তিদের সমাধান অমান্য করে আমার নির্মাণকৃত ইটের দেওয়াল ভাঙচুর করে।
এই বিষয়ে রিপন মিয়া বাদী হয়ে হবিবর রহমানসহ কয়েক জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।