বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্ত আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরের ন্যাশনাল এগ্ৰিকালচারাল টেকনোলজি প্রোগ্ৰাম- ফেজ! প্রজেক্ট (এন.এটিপি-২) এর আওতায় সিআইজী কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃৃষি অফিস চত্বরে।
উপজেলা কৃষি কর্মকর্তা আশাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার জানে আলম, পৌর সভার মেয়র এজিএম বাদশা, বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মুহঃ মশিদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূর নাহার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শুকান্ত মদক, উপ-সহকারী কৃৃষি সম্প্রসারণ অফিসার আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার জুয়েল হোসেন, সিরাজুল ইসলাম,সামিউল্লাহ, সাজেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।