বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক ও উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও নবাগত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, উপজেলা দপ্তরের সকল অফিসার বৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক রফিকুল আলম, সাংবাদিক কামরুল হাসান আনছারীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।