শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত। নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত জীবন গড়ি,জীবনকে ভালোবাসুন মাদক থেকে দুরে থাকুন” শ্লোগানে শিক্ষাঙ্গনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ হলরুমে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন অনুষ্ঠিত হয়। জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান, ভিক্টোরিয়া কলেজের ভাইস্ প্রিন্সিপাল প্রফেসর খান সাহাবুদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশক মোঃ আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নিল সিকদার নীল,সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক বর্তমান একটি সামাজিক ব্যাধি শিক্ষাঙ্গন বা সমাজে এর বিস্তার যেন না করতে পারে সেজন্য সকলের সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।
শেষে ছাত্র-ছাত্রীদেরকে মাদকবিরোধী লিফলেট ও খাতা বিতরণ করা হয়। মাদককবিরোধী শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com