রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলীর ব্রীজ সংলগ্ন চাড়াল কাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের খালিদ বিন লিশাত(২২) নামে পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন ̈আটক করা হয়েছে।
লিশাত ইসলাম মুশা পাকার মাথা সফি মিয়া পাড়ার মবেদুল হকের ছেলে। সে কিশোরগঞ্জ বি,এম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার থেকে লিশাতের কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। আজ (১২ নভেম্বর) সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হয়ে যাচ্ছিলেন। এসময়ে তারা মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এসময়ে স্থানীয়রা তাঁদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
থানা পুলিশের ভারপধাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তার মরদেহ নদীতে তিন থেকে চারদিন ছিলো। ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন ̈রব্বানী নামে একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।