বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তিসহ দশ দফা দাবি আদায়ে নীলফামারীতে পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার ১১ই ফেব্রুয়ারি সকালে উপজেলার স্ব স্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। টুপামারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে টুপামারী বাজার থেকে রামগঞ্জ বাজার পর্যন্ত পদযাত্রা করে। পদযাত্রার নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন। এতে অংশগ্রহণ করেন সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান (পাতি) সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন টুপামারী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান মজনু ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মাসুম আলী।
অপর দিকে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল পদযাত্রা ভোবানীগঞ্জ বাজার থেকে হাজিগঞ্জ বাজারে উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে ভোবানীগঞ্জ বাজার পর্যন্ত পদযাত্রা করে। পুলিশি বাধার মুখে ভোবানীগঞ্জ বাজারেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল। এসময় জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক মোজাফ্ফর হোসেন, সদস্য আব্দুল কাদের, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর জামান সাহেব, গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সহঃ সভাপতি বাবুল খান, সাংগঠনিক সম্পাদক জিকরুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার রামগঞ্জ বাজার থেকে শিশাতলী পর্যন্ত একটি পদযাত্রা করে লক্ষীচাপ ইউনিয়ন বিএনপি। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। এতে লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ ওয়াবের সঞ্চালনায় নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পদযাত্রায় বক্তারা গ্যাস চাল ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেল, কৃষি উপকরনের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পূনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি সহ দশ দফা দাবি জনগনের সামনে তুলে ধরেন এবং অবিলম্বে তা কার্যকরের দাবি জানান। অন্যথায় কেন্দ্র ঘোষিত অন্যান্য কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে।