রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে কালিয়া উপজেলার শিতলবাটি গ্রামের হাসান শেখ ছেলে সাদ্দাম শেখ(৩১) ও যশোর জেলার অভায়নগর থানার চন্দ্রপুর গ্রামের আলমাস শেখ ছেলে নিপু শেখ(২২) গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ শফিকুল ইসলাম (পেড়লী পুলিশ ক্যাম্প) সঙ্গীয় ফোর্স নিয়ে সাদ্দাম শেখের বাড়িতে মাদক সেবনের সময় আটক করে।
সোমবার ৪ঠা এপ্রিল কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্টেট মোঃ আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদাল পরিচলনা করেন। মাদক বিক্রি ও সেবন করার অপরাধে প্রত্যেক কে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।