শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
পদ্মাসেতুর রেলপথ পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রবিবার শিবচর ও ভাঙ্গা এলাকার রেলপথ পরিদর্শন করেন তিনি। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে।
যদি কোনো কারনে তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবে ২০২৩ইং সালের জুনের মধ্যে এটি চালু হবে। http://রেল পথসরেজমিনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এ ঘোষণা দেন। গত বছর মন্ত্রী ঘোষণা করেছিলেন, ডিসেম্বরের মধ্যেই ঢাকা-ভাঙ্গা রেল কার্যক্রম চালু হবে। তিনি আরও জানান- একই দিনে সড়ক ও রেল চলাচল শুরু করা সম্ভব নয়।