শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জের সীমান্তর্তী দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর করতোয়া নদীর চরে ঘাস তুলতে গিয়ে নৌকা ডুবে পানিতে পড়ে সেলিম(১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ ৮ই সেপ্টেম্বর সকালে কুলানন্দপুর করতোয়া নদীর চরে এ ঘটনা ঘটে। সেলিম উপজেলার বড় আমলপুর ইউনিয়নের বড় আলমপুর(ষোলোঘরিয়া) গ্রামের লাল মিয়ার ছেলে।
জানা গেছে, শুক্রবার সকালে সেলিম গরুকে ঘাস খাওয়ানোর জন্য ভাঙ্গা নৌকায় করে পীরগঞ্জের নিকটবর্তী ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর করতোয়া নদীর চরে যেতে ধরে এর একপর্যায়ে নদীর মাঝখানে গেলে নৌকাটি পানিতে ডুবে গেলে সেলিম পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর এলাকাবাসী সহযোগিতায় তার লাশ খুজে পায়।
এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।