সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
সারাদেশ ব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্য, সন্ত্রাসী কার্যকলাপ ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ই নভেম্বর বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় সামনে থেকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিক ছিলেন- সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার,উপজেলা সেচ্ছা সেবক লীগের সভাপতি আগা সায়ুম,জেলা যুবলীগের সদস্য শহীদুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা ফরহাদ হোসেন পলাশ, যুবলীগ নেতা গোলাম কিবরিয়া সুমন, উপজেলা তাঁতীলীগের সভাপতি রাকি বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাজন, কলেজ ছাত্রলীগের আহ্বায় আরিফ। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ছুরাইয়া বেগম, যুব মহিলা লীগের সভাপতি জুহুরা বেগম , ছাত্রলীগ,মহিলা আ’লীগ ও যুব মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।