মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা,৪র্থ বারের মতো নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন,মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সে সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা তথা পীরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।
আজ সকাল ১১.০০ ঘটিকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন কারন আজকের এই দিনটি মাননীয় স্পিকারের কাছে যতটা আনন্দের ততটাই বেদনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।