রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথে গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য নির্মিত ঘর পেলেন রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বিধবা শুকুর বিবি(৫৫)। তিনি উপজেলার মনোহরপুর গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী। রামপাশা-মনোহরপুরের পাকা রাস্তার পাশে আড়াই শতক জমির উপর দুই রুমের এই টিনসেটের পাকা ঘর পেয়ে তিনি খুশিতে আত্মহারা।
রোববার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের এই ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সারাদেশের ন্যায় বিশ্বনাথ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বনাথ থানায় আনুষ্ঠানিকভাবে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়। এরপর নতুন বাড়িতে গিয়ে বাড়ি সমজিয়ে দেন থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, ওসি তদন্ত জাহিদুল ইসলাম ও এসআই রুমেন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ওসি গাজী আতাউর রহমান সাংবাদিকদের জানান- আড়াই শতক জমি কেনা, মাটি ভরাট, চারপাশে গার্ডওয়াল নির্মাণসহ বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় চার লাখ টাকা। বাড়িতে বিদ্যুৎ সংযোগের সাথে একটি গভীর নলকূপও দেয়া হয়েছে বলে তিনি জানান।