বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ ৬নং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী দয়াল উদ্দিনের সমর্থনে সোমবার ৭ই নভেম্বর উত্তর ধর্মদা গ্রামে তিন ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুরান সিরাজপুর গ্রামের প্রবীণ মুরব্বী আইয়ুব আলী সভাপতিত্বে ও মোতাহির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ ব্যবসায়ী দয়াল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোমিন মামুন, হাজী হিরণ মিয়া, আইয়ুব আলী মিরাসদার, শেখ নূর মিয়া, শেখ মনির মিয়া, আব্দুল হান্নান, আনসার আলী, আরশ আলী, কবির মিয়া, কাওছার মিয়া, শেখ ফজর রহমান, নজরুল ইসলাম নাজ, মুমিন মতুর্জা শিপন, সুমন মাওন প্রমুখ। সভায় নতুন সিরাজপুর, পুরান সিরাজপুর, সাবসেন, তাজমহরমপুর, উত্তর ধর্মদা নোয়াগাঁও, বাওনপুর, ইলিমপুর, হিমিদপুর, রামপুর গ্রামের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেছেন, দয়াল উদ্দিন একজন ভাল মানুষ। সে একজন যোগ্য যুবক। তাঁর মাধ্যমে ইউনিয়নবাসী উপকার ও উপকৃত হবে। এমন যুবককে ইউনিয়নের চেয়ারম্যান করলে অবশ্য গবীর-দুঃখী মানুষ সেবা পাবে। দয়াল উদ্দিনের জন্য সাবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাঁর বিজয় সুনিশ্চিত করতে সবার প্রতি অনুরোধ জানানো হয়।