শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন মৎস্যজীবী লীগের ১নং ওয়ার্ডের কমিটি অনুমোদন হয়েছে। এতে আহবায়ক জয়দেব রায় ও সদস্য সচিব পুলেন চন্দ্র রায় নির্বাচিত হয়েছেন।
বোড়াগাড়ী ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক আসাদুজ্জামান সরকার ও সদস্য সচিব মোঃ নুর আলিম হাসান ৩৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন প্রদান করেন।
এই কমিটিতে যুগ্ম-আহবায়ক রয়েছেন ৮ জন ও ২৪ সদস্য রয়েছেন। কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মনজুরুল আহমেদ ডন, ডোমার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ কোহিনুর ইসলাম ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরিদাস রায় এবং ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জহুরুল ইসলাম সহ আরো অনেকে।