রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১৪ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে দিনব্যাপী মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের লেকেরপাড়ে সরকারি সমন্বিত অফিস ভবনের ২য় তলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদক সেবনের কুফল ও মাদক বিক্রির সাজা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মশালায় মাদকের বিরুদ্ধে মাসব্যাপী লিফলেট বিতরণ, মাইকিং করে প্রচারণারসহ নানামুখী পদক্ষেপের কথার সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহবান জানানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল, মাদারীপুর জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, সিলিভ সার্জণ ডাঃ মুনীর আহম্মেদ খান, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আসলাম হোসেন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ কর্মশালায় অংশ নেন।