রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদকঃ
রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ এশা মনোয়ারুল ইসলাম লেবুর অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর সিটি কর্পোরেশন অন্তর্গত ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী লীগ, পরশুরাম থানা শাখার সিনিয়র সহঃ সভাপতি মোঃ মনোয়ারুল ইসলাম লেবু’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে মনোয়ারুল ইসলাম লেবু বলেন, বছর ঘুরে আবার এসেছে বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা শোকাবহ ১৫ই আগস্ট। ইতিহাসে বেদনা বীথুর ও বিভীষিকাময় একটি দিন।
১৯৭৫ইং সালের এই দিনে ভোরের আলো ফোঁটার আগেই বাঙালি জাতিকে মুক্তির আলো দেখানো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু বিপথগামী সেনা সদস্য ঘাতকেরা ঐদিন নারী ও শিশু কাউকে রেহাই দেয়নি। যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
আজ মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আমার কর্মী বাহিনী প্রস্তুত। জাতির পিতাকে হত্যা করে খুনীরা বাংলাদেশকে হত্যা করার যে নীলনকশা করেছিল তা থেকে দেশকে জননেত্রী শেখ হাসিনা রক্ষা করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমাদের সবাইকে সেই শপথ নিতে হবে যাতে আর কোন ষড়যন্ত্র শেখ হাসিনার পথকে রুদ্ধ করতে না পারে।
এসময় বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগ পরশুরাম থানা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহঃ সভাপতি আসাদুল্লাহ, প্রচার সম্পাদক জমসেদ আলী, সদস্য মজিবর রহমান, রবিউল ইসলাম, ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন তাজ, রবীন্দ্রনাথ ও অনান্য সদস্যবৃন্দ।
মিলাদ মাহফিলে ১৯৭৫ইং সালের ১৫ই আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তের উত্তরাধিকার ও পবিত্র আমানত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ তাঁদের পরিবারবর্গের দীর্ঘজীবন, সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।