শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে বিএনপি’র সংগ্রাম ঐতিহ্য ও সাফল্যের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১লা সেপ্টেম্বর ২২ইং দুপুর ১২টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে বিএনপিসহ অজস্রধিক নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের হট্টগোল হয়। এতে পুলিশ এবং মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ ১০ জন আহত হন।
এ সময় পুলিশের বেরিকেড উল্টিয়ে বিএনপি নেতাকর্মীরা র্যালী করতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপি’র সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডঃ মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিযবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম প্রমূখ।
সমাবেশে জালানী তেলের দাম বৃদ্ধি, দূর্নীতি, পুলিশ রাষ্ট্র কায়েমের আওয়ামী লীগের নির্যাতন- নিপীড়নের প্রতিবাদ জানান বক্তারা। সেই সাথে জনগণকে সাথে আগামীতে বর্তমান সরকারকে উৎখাতের ঘোষণা দেন।
এর আগে এইদিনে মৃত্যুবরণকারী মহানগর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।