বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর বকশিবাজার এলাকায় পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- নার্গিস আক্তার পারভীন ওরফে কাজল, মোঃ আঃ হাকিম ও মোঃ রিয়াজুল ইসলাম রিজভী।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল কাইউম গণমাধ্যম কর্মীদের জানান- চকবাজার মডেল থানার বকশিবাজার রাহাত স্টুডিও এর সামনে একজন লোক মাদক বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ৩১শে মে ২০২২ইং দুপুর ১২টা ৩৫ ঘটিকায় উক্ত স্থানে এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নার্গিসকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান অপরদিকে- একইদিন আরও একটি অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত-রাত ৯টা ৫০ ঘটিকায় এসআই মোঃ নুর উদ্দিনের নেতৃত্বে ওই এলাকা হতে হাকিম ও রিয়াজুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি বলেন- গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর চকবাজার মডেল থানায় দেশের প্রচলিত আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
উল্লেখ্য, আজ বুধবার ৩০শে মে ২০২২ইং তারিখ মাদকদ্রব্য উদ্ধার তথা আসামীদের গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।