");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-osqys9 .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-osqys9 .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-osqys9 .gt_switcher .gt_current{display:none}.gt_container-osqys9 .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-osqys9 .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-osqys9 .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-osqys9 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-osqys9 .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-osqys9 .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দির্ঘ ১৬ বছর পর নানা কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে বিএনপি’র ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, উপদেষ্টা মন্ডলীর সদস্য, হামিদুর রহমান, সহ. সভাপতি নূর আলম, হামিদুর রহমান, নূর নবী ও পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মানিক মাষ্টার ও সাহাবউদ্দিন, মহিলা নেত্রী মনিরা বিশ্বাস,
উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, আক্তার হোসেন আক্তার, যুগ্ম আহ্বায়ক মুনতাসীর আল মামুন যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা শ্রমিক দলের নেতা রুকু যুব দলের নেতা মিলন মহিলা নেত্রী মহিলা বিন এপির উপজেলা সভাপতি মুনিরা বিশ্বাস পৌর বিএনপি’র ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী পৌর বিএনপির সহ. সভাপতি হামিদুর রহমান ইউনিয়নের সভাপতি মন্তাজ মাস্টার হোসেনগাঁও ইউনিয়ন সভাপতি মনতাজ মাস্টার বিএনপির উপজেলা দপ্তর সম্পাদক মানিক মাষ্টার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাস্টার আমির হোসেন বাবু,উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শাহাজাহান আলী প্রমুখ।
উল্লেখ্য- প্রোগ্রাম শেষে প্রজেক্টর এর মাধ্যমে মেজর জিয়াউর রহমানের জীবনী কাহিনি দেখানো হয়।