সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের রসুনপুর নামক কবরস্থানের বিভিন্ন কবর থেকে ৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রাণীশংকৈল থানার ওসি’র দায়িত্বে থাকা এসআই সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে কবরস্থানের কয়েকটি কবর এলোমেলোভাবে খুঁড়েছে দুর্বৃত্তরা। এতে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন বুধবার (২২ অক্টোবর) বিকালে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চড়াতে এলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। স্থানীয়রা আরো জানান ওই ৬ কবর এলাকাবাসীর বিভিন্ন নারী-পুরুষের।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা ধারনা করছেন, একটি সঙ্ঘবদ্ধ চক্র টাকার বিনিময়ে এসব কঙ্কাল বিভিন্ন কবরস্থান থেকে চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করতেছে।
দায়িত্বপ্রাপ্ত (ওসি) আরো জানান, গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চক্র কয়েকটি কবরের মাটি খোঁড়ে। সেখানে ছয়টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। যেসব কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে, সে কবরগুলোতে ছয় মাস থেকে এক বছরের মধ্যে লাশ দাফন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।