বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
মাহাবুব আলম- ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে হাটইজারাদারের বদলে খাজনা আদায়কারী কর্মচারীকে কারাদন্ড দিয়েছেন সহকারী কমিশনার(এসিল্যান্ড ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।
শনিবার (৮ জুন) অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে কাতিহার হাটের খাজনা আদায়য়ের সহযোগী উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর এলাকার আব্দুল মালেকের ছেলে মোস্তফা কামাল (মাস্তান)কে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। অভিযোগ রয়েছে কাতিহার হাটে ২৩০ টাকা গরু’র খাজনা ৫০০ টাকা এবং ৯০ টাকার ছাগল ১৮০ টাকা দরে খাজনা আদায় করছিল ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন। শনিবার কাতিহার হাটে সরেজমিনে গিয়ে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আর্নিকা আক্তার অভিযোগের সত্যতা পাওয়ায় মোস্তফা কামাল নামে কর্মচারীকে কারাদন্ড দেন।
এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি ইজারাদার সারোয়ার হোসেন লিয়ন। তবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর্নিকা আক্তারের কাছে জানতে তার মুঠোফোনে কল দিলেও তিনি তাতে সাড়া দেননি।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, জেলা প্রশাসকের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com