বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সুনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নবধারা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।
রবিবার (২৯ ডিসেম্বর) ২০২৪ইং নবধারা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ সেরা সাবেক প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিজয় কুমার রায়, বিএনপি যুগ্ন সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা ট্রাক ও ট্যাংক লোরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকশেদ আলী, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও প্রতিষ্ঠাতা সদস্য রাজিউর রহমান প্রমূখ।
ঐতিহ্যপূর্ণ এ শিক্ষা প্রতিষ্ঠানটির শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার কারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখার জন্য আরও আধুনিকায়ন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানান।