সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে দুইব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টায়।বৈরী আবহাওয়ার ভেতরেও জেলা সাহিত্য মেলা শহরের টাউন হল মিলনায়তনে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রধান অতিথি এড্যাঃ নুরউদ্দিন চৌধুরী নয়ন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
স্থানীয় কবি সাহিত্যিক ছড়াকার প্রাবন্ধিকদের প্রাণবন্ত মূল আলোচক ছিলেন, বাংলা একাডেমির উপপরিচালক মোঃ আমোয়ারুল হক, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন।
জেলা সাহিত্য মেলার প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নেগার প্রমূখ।
বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কবি সাহিত্যিকদের অংশগ্রহণে সাহিত্য মেলায় প্রবন্ধ উপস্থাপন করেন গাজী গিয়াস উদ্দিন, মুরাদ আল হাসান অসুস্থ থাকায় তার প্রবন্ধ পড়েন হোসনেয়ারা কানন, টিংকু রঞ্জন মল্লিক। প্রবন্ধের উপর আলোকপাত করেন চিকিৎসক সালাহউদ্দিন শরীফ, নাসির উদ্দীন মাহমুদ ও প্রফেসর মাইন উদ্দিন পাঠান। প্রবন্ধ ও গবেষণা সাহিত্য বিষয়ে লেখক কর্মশালা পরিচালনা করেন প্রফেসর মাইন উদ্দিন পাঠান ও গাজী গিয়াস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ আশফাকুর রহমান মামুন, কবি মুস্তাফিজুর রহমান, কবি এসএম জাহাঙ্গীর, কবি রওশন রুবী, কবি প্রাবন্ধিক কলামিস্ট ও সাংবাদিক অ আ আবীর আকাশ, ছড়াকার শাহাদাত শাহরিয়ার, কবি ও সংগঠক ফারুক হোসেন শিহাব, কবি মিঞা মাহবুব, কবি ইউসুফ মাহমুদ সংগ্রাম, সংগঠক হেলাল উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর সমাচার সম্পাদক সেলিম উদ্দিন নিজামী, কবি ও গবেষক ম পানাহ উল্লাহ, কবি সার্জেন্ট সোলায়মান, কবি হোসেন আহমেদ জান, কবি আবদুল মালেক নিরব, কবি ইমতিয়াজ আহমেদ প্রমূখ।