বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
সেলিম মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিনকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, শাহজাদপুরে ইউএনও হিসেবে দায়িত্বরত সাদিয়া আফরিনকে প্রেষণে নিয়োগের নিমিত্তে বিয়াম ফাউন্ডেশন বগুড়ার সহকারী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
নিজের বদলির কথা স্বীকার করে ইউএনও সাদিয়া আফরিন বলেন, আমাদের ব্যাচের প্রমোশন এখনও শুরু হয়নি। আমাকে রুটিন মাফিক বদলি করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মীর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ইউএনও সাদিয়া আফরিনকে বগুড়ার বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে। এটা নিয়মিত বদলি।
উল্লেখ্য, ২০২২ইং সালের ৬ই অক্টোবর শাহজাদপুরের ইউএনও হিসেবে সাদিয়া আফরিনের পদায়ন হয়। সাড়ে ৮ মাস দায়িত্ব পালন করার পর তাকে বদলি করা হলো।