রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
মোঃ শহীদ হাসান- সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এক জরুরি মিটিং এর আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মুক্তিযুদ্ধার পরিবার এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার তুলে ধরেন।
জরুরী মিটিং এ জেলার সিনিয়র সহঃ সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের, মোহাম্মদ আলী সুজন ভাই তার বক্তব্যে বলেন- সমগ্র বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর যে হামলা, মামলা হচ্ছে, সারা বাংলাদেশে রাজাকার আলবদরও আলশামস বাহিনী যখন বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হয়ে উঠেছে ক্ষিপ্ত, ঠিক তখনি আমরা বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া-ভাই’র নেতৃত্বে সমগ্র সাতক্ষীরা জেলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা হলে, মামলা হলে তাদের পাশে থাকবে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
উক্ত জরুরি মিটিং এ উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী সুজন।
সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা সেক্রেটারি শরীফুজ্জামান শরীফ, জেলা যুগ্মসম্পাদক মোঃ আব্দুর রহমান, সাংবাদিকও বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ শহীদ হাসানসহ জেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্যবৃন্দ।