বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা শহরে বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সবুজ মন্ডল(২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার ২৮শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আটককৃত সবুজ মন্ডল পাবনা জেলার ফরিদপুর গ্রামের মোঃ মিন্টু মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন- গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে একটি টিম সদর থানার এসআই শাহিন মিয়া, এসআই মোঃ ইব্রাহিম, এসআই সৌমিক ইসলাম, এসআই দানিউল এএসআই মহুবার রহমান, এএসআই হোসেন সঙ্গীয় ফোর্স শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী সবুজ মন্ডলকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতের পাঠানো হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিমের কাজ সদর থানার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।